বিশ্ব ঐতিহ্য হওয়ার এক ধাপ কাছে সাবালান পর্বত
পোস্ট হয়েছে: মে ১৭, ২০২১

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেতে আর এক ধাপ কাছে রয়েছে ইরানের সাবালান পর্বত। বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্তির জন্য পর্বতটি সম্পর্কিত সমস্ত দলিল প্রস্তুত করছে দেশটি। দর্শনীয় স্থানটি ইরানের উত্তরপশ্চিমাঞ্চলীয় আরদেবিল প্রদেশে অবস্থিত।
রোববার প্রাদেশিক পর্যটন প্রধান নাদের ফাল্লাহি বলেন, মূল্যবান প্রকৃতি, ভিন্ন ধরনের স্থাপত্য, উপত্যকা সেই সাথে বিশেষ সংস্কৃতি ও জীবন ধারার যাযাবার ও পাহাড়ি জীবনের কারণে সাবালান পর্বত এই সম্মানজনক তালিকায় স্থান পাওয়ার যোগ্য। খবর ইরনার।
তিনি আরও বলেন, সাবালান বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত হলে ওই অঞ্চলের পর্যটনের প্রসার ঘটবে, প্রদেশে দেশি ও বিদেশি পর্যটক আকৃষ্ট হবে।
সাবালান পর্বতের উচ্চতা ৪ হাজার ৭৯৪ মিটার। এটি দামাভান্দ ও আলামকুহ এর পরে ইরানের তৃতীয় সর্বোচ্চ পর্বত। সাবালানের চূড়ায় একটি যৌগিক আগ্নেয়গিরি ও একটি সুন্দর লেক গড়ে উঠেছে। পাহাড়ের চূড়া বছরের অধিকাংশ সময় তুষারে ঢাকা থাকে। সূত্র: তেহরান টাইমস।