শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্ব ঐতিহ্য তাবরিজ বাজারে পুনরুদ্ধার কাজ চলছে

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৭, ২০২১ 

news-image

ইরানে ইউনেসকো-স্বীকৃত বিশ্ব ঐতিহ্য তাবরিজ বাজারে চলতি ইরানি বছরে (২০ মার্চ ২০২০ থেকে ২০ মার্চ ২০২১) সর্বমোট ২০০টি দোকান পুনরুদ্ধার করা হয়েছে। সম্প্রতি ঐতিহাসিক বিশাল আয়তনের বাজারটির বেশ কিছু দোকান ও অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় এই পুনরুদ্ধার কার্যক্রম হাতে নেয়া হয়েছে। মঙ্গলবার প্রাদেশিক পর্যটনের প্রধান আহমাদ হামজেজাদেহ এই তথ্য জানান।

তিনি বলেন, ইউনেসকো নিবন্ধিত বাজার কমপ্লেক্সটির কর্তৃপক্ষ অভ্যন্তরীণ দোকানগুলোর জন্য গড়ে ২০টি পুনরুদ্ধার  অনুমোদন দিয়েছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ২শ দোকান মেরামত করা হয়েছে।

২০১৯ সালের মে মাসে বাজারটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে অসংখ্য দোকান, বিশের অধিক সরাইখানা এবং কয়েকটি বিশাল গম্বুজবিশিষ্ট হল, গোসলখান ও মসজিদও ক্ষতিগ্রস্ত হয়। সূত্র: তেহরান টাইমস।