বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্ব ঐতিহ্যের তালিকায় উঠতে পারে তুর্কমেন ঘোড়ার নাম

পোস্ট হয়েছে: নভেম্বর ৭, ২০২১ 

news-image

তুর্কমেন ঘোড়ার জন্য জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেতে যৌথভাবে দলিলগুচ্ছ প্রস্তুত করবে ইরান ও তুর্কমেনিস্তান। এজন্য প্রাণীটির সুরক্ষা অনুশীলন শুরু করেছে দুদেশ। বৃহস্পতিবার গোলেস্তান প্রদেশের পর্যটন প্রধান বলেন, ইউনেসকোতে দাখিলের জন্য তুর্কমেন ঘোড়ার প্রজনন এবং রক্ষণাবেক্ষণের ওপর দলিলগুচ্ছ প্রস্তুত করতে একত্রে কাজ করছে ইরান ও তুর্কমেনিস্তান। খবর ইরনার।তুর্কমেন ঘোড়া ধৈর্য, সাহসিকতা, স্মার্টনেস ও পাতলা শরীরের জন্য বিখ্যাত। স্থানীয় অনেকেই মনে করেন, এই ধরনের ঘোড়ার প্রজনন বিশ্বের অন্যতম কঠিন কাজ।ইরান ও তুর্কমেনিস্তানের মধ্যবর্তী অঞ্চল তুর্কমেন সাহরার চারণভূমিতে এই ধরনের প্রাণী প্রধানত পাওয়া যায়। সূত্র: তেহরান টাইমস।