রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্ব আর্চারি প্যারা চ্যাম্পিয়নশিপে সোনা জয় ইরানের

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৭, ২০২২ 

news-image

ইরানের পুরুষ কম্পাউন্ড দল ২০২২ বিশ্ব আর্চারি প্যারা চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছে।কম্পাউন্ড ওপেন ফাইনালে ইরানের রমেজান বিয়াবানি ও হাদি নুরি অস্ট্রেলিয়াকে ১৪৫-১৪৩ পয়েন্টে হারিয়ে এই বছরের চ্যাম্পিয়ন হয়েছেন। অন্যদিকে, ফ্রান্সকে ১৫০-১৪১ এ হারিয়ে ব্রোঞ্জ জিতেছে স্লোভাকিয়া।মেয়েদের ইভেন্টে তুরস্ক রুশ তীরন্দাজ ফেডারেশনের বিরুদ্ধে ১৫০-১৪৯ পয়েন্টে জয় ধরে রাখতে সক্ষম হয়।এর আগে ইরানের পুরুষ রিকার্ভ দল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। গোলামরেজা রহিমি এবং আসগর জারেই নেজাদ সেমিফাইনালে তুরস্ককে ৫-৩ গোলে পরাজিত করে এবং রবিবার ফাইনাল ম্যাচে ব্রিটেনের মুখোমুখি হবে।সংযুক্ত আরব আমিরাতে ৪০টি দেশের মোট ২২৩ জন তীরন্দাজ এবারের চ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা করছে। ইভেন্টটি ২২ ফেব্রুয়ারি দুবাইতে শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি শেষ হবে। সূত্র: তেহরান টাইমস।