বিশ্বে ৭ম ও এশিয়ায় সেরা ইরান ফুটসাল দল
পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৮, ২০২১

সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী ইরানের জাতীয় ফুটসাল দল এশিয়ার সেরা দলের অবস্থান ধরে রেখেছে। রোববার প্রকাশিত সর্বশেষ ফুটসাল বিশ্ব র্যাঙ্কিংয়ে এশিয়ায় ইরানের জাতীয় ফুটসাল দলের র্যাঙ্কিং অপরিবর্তিত রয়েছে।
ইরান এখনও এশিয়া মহাদেশের শীর্ষে এবং ১ হাজার ৫৮০ পয়েন্ট নিয়ে বিশ্বের সেরা দলগুলোর মধ্যে সপ্তম স্থানে রয়েছে। ইরান বিশ্বে পঞ্চম স্থানে ছিল। কিন্তু কোয়ার্টার ফাইনাল রাউন্ডে ২০২১ ফিফা ফুটসাল বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরে দেশটির দুই ধাপ অবনতি হয়। বিশ্বের শীর্ষ দলগুলোর তালিকায় প্রথম থেকে পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে স্পেন, ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, রাশিয়া ও কাজাখস্তান। অন্যদিকে, বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে ইরানের জাতীয় ফুটবল দল এখনও এশিয়ার সেরা দল যেখানে দলটির র্যাঙ্কিং ২১তম স্থানে অপরিবর্তিত রয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।