বিশ্বে হাইটেক উৎপাদনে ২৮তম ইরান
পোস্ট হয়েছে: জানুয়ারি ৩, ২০১৯
ইসলামি প্রজাতন্ত্র ইরান বিশ্বে হাইটেক উৎপাদনে ২৮তম ও উদ্ভাবনী পণ্যসামগ্রী রপ্তানিতে ৫৭তম অবস্থানে রয়েছে। ইরানের অর্থনৈতিক ইকোসিস্টেম বিষয়ক কমিউনিকেশন রেগুলেটরি অথরিটির (সিআরএ) সর্বশেষ প্রতিবেদনে এই চিত্র দেখা গেছে।
সম্প্রতি প্রকাশিত সিআরএ এর ওই প্রতিবেদনে ইরানে সৃজনশীল অর্থনীতির সূচক সন্তোষজনক অবস্থায় রয়েছে বলে উল্লেখ করা হয়। আইসিটি খাতে উচ্চ গতির প্রবৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করা হয় এতে।
প্রতিবেদন মতে, ইরানে ৪ হাজার ৪শ টি জ্ঞানভিত্তিক কোম্পানি, ৩৮টি প্রযুক্তি পার্ক ও ১৬৭টি প্রযুক্তি উন্নয়ন কেন্দ্র তৎপর রয়েছে।
এদিকে, বৈজ্ঞানিক নিবন্ধ প্রকাশে বিশ্বে ৪৪তম অবস্থানে রয়েছে ইরান। জ্ঞান, শিক্ষা ও সাহিত্যর গুণগত মান সূচকে ইরানের অর্জন ৯৮ শতাংশ, মৌলিক বিজ্ঞান ও গণিতের গুণমানে র্যাংঙ্কিংয়ে ৩৮তম অবস্থানে রয়েছে দেশটি।
এছাড়া প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে বর্তমানে ৪৮ লাখ শিক্ষার্থী অধ্যয়নরত এবং দেশটিতে উচ্চশিক্ষা কেন্দ্র রয়েছে আড়াই হাজার। সূত্র: মেহর নিউজ এজেন্সি।