বিশ্বে সবচেয়ে বেশি রঙিন পেন্সিল সংগ্রাহক ইরানি বৃদ্ধ
পোস্ট হয়েছে: জানুয়ারি ৫, ২০১৭

ইসলামী প্রজাতন্ত্র ইরানের ৭৭ বছর বয়সী এক বৃদ্ধ আট হাজারের বেশি রঙিন পেন্সিল সংগ্রহ করে বিশ্বরেকর্ড গড়তে যাচ্ছেন।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় ইরানের সানান্দাজ এলাকায় মোহাম্মদ সালেহ আবদুস সামাদি ৬৮ বছর ধরে রঙিন পেন্সিল সংগ্রহ করছেন। বিশ্বের ৪৯টি দেশে তৈরি পেন্সিলগুলো তিনি ইরান থেকেই সংগ্রহ করেছেন। তার সংগৃহিত পেন্সিলের সংখ্যা ৮,১০৮ টি। এসব পেন্সিল তিনি ২০৬ টি অ্যালবামে রেখেছেন।
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, উরুগুয়ের এক ব্যক্তি ৬৮৮৫ টি পেন্সিল সংগ্রহ করে বিশ্বরেকর্ড গড়েছেন।
ইরানের মোহাম্মদ সালেহ আবদুস সামাদি তার চেয়েও বেশি পেন্সিল সংগ্রহ করায় গিনেস বুকে নিজের নাম লেখানোর ব্যাপারে আশা প্রকাশ করেছেন। সূত্র: পার্সটুডে