বিশ্বে রাডার নির্মাণে শীর্ষ দশে ইরান
পোস্ট হয়েছে: অক্টোবর ৮, ২০২০

ইরান রাডার নির্মাণে বিশ্বের শীর্ষ দশ দেশের তালিকায় রয়েছে বলে জানিয়েছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলি হাজিজাদেহ। তিনি বলেন, বিশ্বে রাডার নির্মাণকারী ২০টি দেশ থেকে থাকলে ইরান অবশ্যই এসব দেশের মধ্যে শীর্ষ দশে রয়েছে।
মঙ্গলবার ইরানের ইয়াজদে দেশের প্রতিরক্ষা নেটওয়ার্কে দেশীয়ভাবে তৈরি রাডার ব্যবস্থা যুক্তকরণ অনুষ্ঠানের ফাঁকে তিনি এই মন্তব্য করেন।
নতুন এই রাডার ব্যবস্থার সক্ষমতা সম্পর্কে হাজিজাদেহ বলেন, এসব রাডার ৩৫০ কিলোমিটার মধ্যকার উড়ন্ত ছোট ছোট লক্ষবস্তু ও টার্গেট শনাক্ত করতে সক্ষম। একই সাথে এটি এক হাজারের অধিক কিলোমিটার উচ্চতায় যে কোনো উড়ন্ত বস্তু শনাক্ত ও ট্র্যাক করতে পারবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।