বিশ্বে উদ্যোক্তা বৃদ্ধিতে শীর্ষ পাঁচে ইরান
পোস্ট হয়েছে: মে ১৬, ২০১৯
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2019/05/3129765.jpg)
বিশ্বে উদ্যোক্তার সংখ্যা বৃদ্ধিতে শীর্ষ পাঁচ দেশের তালিকায় রয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। দেশটির বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের সূচকের অবস্থা পর্যবেক্ষণে এই চিত্র উঠে এসেছে। খবর ইরানি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সির।
ইরানের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের সূচকের অবস্থা পর্যবেক্ষণের একটি প্রতিবেদনের ওপর ভিত্তি করে ২০১৮ সালের জন্য এই র্যাঙ্কিং প্রকাশ করা হয়। এতে আরও দেখা গেছে, বিশ্বে বৈজ্ঞানিক উন্নয়নে ইরানের অবস্থান ৫ম। আর বৈজ্ঞানিক উৎপাদনে অবস্থান ১৫তম। ‘সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইন্ডিকেটরস ২০১৮’ তে জরিপটি প্রকাশিত হয়েছে।
ওই প্রতিবেদন অনুযায়ী, উদ্যোক্তা বৃদ্ধির ক্ষেত্রে বিশ্বে শীর্ষ পাঁচ দেশের অন্যতম ইরান। সূত্র: মেহর নিউজ এজেন্সি।