বিশ্বে ইস্পাত উৎপাদন প্রবৃদ্ধিতে শীর্ষে ইরান
পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৫, ২০১৯
বিশ্বে ইস্পাত উৎপাদনে প্রবৃদ্ধিতে শীর্ষ স্থানে রয়েছে ইরান। চলতি বছরের প্রথম ১১ মাসে (২১ জানুয়ারি থেকে ২২ নভেম্বর) বিগত বছরের একই সময়ের তুলনায় দেশটির ইস্পাত উৎপাদন বৃদ্ধি পেয়েছে ৫.৩ শতাংশ। উল্লিখিত সময়ে বিশ্বের অন্যান্য দেশে গড়ে অপরিশোধিত ইস্পাত উৎপাদন প্রবৃদ্ধি হয় ২.৭ শতাংশ। অর্থাৎ অন্যান্য দেশের তুলনায় ইরানের ইস্পাত উৎপাদন প্রবৃদ্ধি হয়েছে দ্বিগুণ।
বিশ্ব ইস্পাত সংস্থা (ডব্লিউএসএ) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এই চিত্র উঠে এসেছে। ডব্লিউএসএ এর প্রতিবেদন মতে, ২০১৮ সালের প্রথম ১১ মাসে ২২ কোটি ৪৫ লাখ ২ হাজার টন ইস্পাত উৎপাদন করতে সক্ষম হয় ইরান। সেখানে চলতি বছরের একই সময়ে (২১ জানুয়ারি থেকে ২২ নভেম্বর) দেশটি ২৩ কোটি ৬৪ লাখ ৮ হাজার টন ইস্পাত উৎপাদন করেছে। গত বছরের তুলনায় এই উৎপাদন বেড়েছে উল্লেখযোগ্য হারে।
ইরানের খনি এবং খনি শিল্প উন্নয়ন ও সংস্কার সংস্থার (আইএমআইডিআরও) বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ডব্লিউএসএ।
বর্তমানে বিশ্বের ৬০টিরও বেশি দেশের মধ্যে ইস্পাত উৎপাদনে দশম অবস্থানে রয়েছে ইরান। আগামী ২০২৫ সালের মধ্যে ইস্পাত উৎপাদন ক্ষমতা ৫৫ মিলিয়ন টনে উন্নীত করে বিশ্বে সপ্তম অবস্থানে আসবে বলে আগাম বার্তা দিয়েছে ইরান। সূত্র: মেহর নিউজ এজেন্সি।