বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্বের ৭৫টি দেশে ইরানের পেস্তা রপ্তানি

পোস্ট হয়েছে: এপ্রিল ২৭, ২০২২ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) মুখপাত্র সাইয়্যেদ রুহুল্লাহ লতিফি বলেছেন, গত ইরানি বছর ১৪০০ সালে ৭৫টি দেশে ৯১ কোটি ৪৪ লাখ ২৭ হাজার ৮২৬ মার্কিন ডলার মূল্যের ১ লাখ ৩৫ হাজার ৩২২ টন পেস্তা রপ্তানি হয়েছে।আইআরআইসিএ মুখপাত্র জানান, ১৪০০ ইরানি সালে (২১ মার্চ ২০২১ থেকে ২০ মার্চ ২০২২) মোট ১ লাখ ৩৫ হাজার ৩২২ টন পেস্তা রপ্তানির মধ্যে খোসাবিহীন পেস্তার (তাজা এবং প্রক্রিয়াবিহীন পেস্তা) পরিমাণ ছিল ১ লাখ ১৫ হাজার ৫৫৭টন। যার মূল্য ৪ হাজার ৩৬৬ মার্কিন ডলার।তিনি আরও বলেন, ইরানের খোসাবিহীন পেস্তা রপ্তানির শীর্ষে থাকা পাঁচটি দেশ হলো যথাক্রমে চীন, ভারত, রাশিয়া, ইরাক এবং কিরগিজস্তান। সূত্র: মেহর নিউজ।