বিশ্বের ৭৫টি দেশে ইরানের পেস্তা রপ্তানি
পোস্ট হয়েছে: এপ্রিল ২৭, ২০২২

ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) মুখপাত্র সাইয়্যেদ রুহুল্লাহ লতিফি বলেছেন, গত ইরানি বছর ১৪০০ সালে ৭৫টি দেশে ৯১ কোটি ৪৪ লাখ ২৭ হাজার ৮২৬ মার্কিন ডলার মূল্যের ১ লাখ ৩৫ হাজার ৩২২ টন পেস্তা রপ্তানি হয়েছে।
আইআরআইসিএ মুখপাত্র জানান, ১৪০০ ইরানি সালে (২১ মার্চ ২০২১ থেকে ২০ মার্চ ২০২২) মোট ১ লাখ ৩৫ হাজার ৩২২ টন পেস্তা রপ্তানির মধ্যে খোসাবিহীন পেস্তার (তাজা এবং প্রক্রিয়াবিহীন পেস্তা) পরিমাণ ছিল ১ লাখ ১৫ হাজার ৫৫৭টন। যার মূল্য ৪ হাজার ৩৬৬ মার্কিন ডলার। তিনি আরও বলেন, ইরানের খোসাবিহীন পেস্তা রপ্তানির শীর্ষে থাকা পাঁচটি দেশ হলো যথাক্রমে চীন, ভারত, রাশিয়া, ইরাক এবং কিরগিজস্তান। সূত্র: মেহর নিউজ।