বিশ্বের সেরা ত্রিশ হাজারে ইরানের ৬৯৪ প্রতিষ্ঠান
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৮, ২০২২
বিশ্বের ৩০ হাজার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে ইরানের ৬৯৪টি প্রতিষ্ঠান। ওয়েবমেট্রিক্স র্যাঙ্কিং অব ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ২০২২-এ এই চিত্র দেখা গেছে।
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবমেট্রিক্স র্যাঙ্কিং একটি যৌগিক সূচকের উপর ভিত্তি করে প্রকাশ করা হয়। র্যাঙ্কিং ওয়েব অব ইউনিভার্সিটি নামে পরিচিত এই র্যাঙ্কিং ব্যবস্থায় বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ওয়েব বিষয়বস্তুর পরিমাণ (ওয়েব পৃষ্ঠা এবং ফাইলের সংখ্যা) এবং দৃশ্যমানতা উভয়কেই বিবেচনা করা হয়। ওয়েবমেট্রিক্স র্যাঙ্কিং ২০০৪ সালে চালু করা হয় এবং প্রতি জানুয়ারি এবং জুলাই মাসে র্যাঙ্কিং আপডেট করা হয়। ২০২১ সালে এটি বিশ্বব্যাপী ৩১ হাজারের অধিক বিশ্ববিদ্যালয়ের জন্য ওয়েব সূচক প্রকাশ করে। র্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত ইরানের বিশ্ববিদ্যালয়গুলো তালিকায় শীর্ষে রয়েছে তেহরান বিশ্ববিদ্যালয়। এরপরে রয়েছে তেহরান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেস, শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি, শহিদ বেহেশতি ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্স, আমিরকবির ইউনিভার্সিটি অব টেকনোলজি, তারবিয়াত মোদারেস ইউনিভার্সিটি, ইসফাহান ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্সেস, ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ফেরদৌসি ইউনিভার্সিটি অব মাশহাদ, ইরান ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্সেস এবং তাবরিজ ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্সেস। সূত্র: তেহরান টাইমস।