শনিবার, ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্বের সেরা কুস্তিগীর ইরানের রাহিমি

পোস্ট হয়েছে: জুলাই ১৬, ২০১৭ 

news-image

ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (ইউডব্লিউডব্লিউ) র‌্যাঙ্কিংয়ে শীর্ষ অবস্থান দখল করেছেন ইরানি ফ্রিস্টাইল রেসলার হাসান রাহিমি। ইউডব্লিউডব্লিউ’র চলতি জুলাইয়ের আসরে ৫৭ কেজি ওজন-শ্রেণিতে সেরা অ্যাথলেটের খেতাব কুড়িয়েছেন তিনি।

২৭ বছর বয়সি এ কুস্তিগীর এবারের আসরে দারুণ খেলে শীর্ষ অবস্থান দখল করেছেন। তার পরেই র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় অবস্থান অর্জন করেছেন ইউরোপের সবচেয়ে খ্যাতিমান রেসলার তারকা আজারবাইজানের জিওর্গি ইদিশেরাশভিলি।

একই ওজন শ্রেণিতে তৃতীয় অবস্থান অর্জন করেছেন তুরস্কের ফ্রিস্টাইল রেসলার সুলেমান আতলি। এরপরেই যথাক্রমে রয়েছেন রাশিয়ার জর উগুয়েভ, মঙ্গোলিয়ার এরদেনেবাত বেখবায়ার ও রোমানিয়ার অ্যান্দ্রেই দুকোভ। সূত্র: প্রেস টিভি।