বিশ্বের সেরা এক হাজারে ইরানের ৩৪ বিশ্ববিদ্যালয়
পোস্ট হয়েছে: জুন ১৬, ২০২১

শাঙহাই র্যাঙ্কিং প্রকাশিত ‘অ্যাকাডেমিক র্যাঙ্কিং অব ওয়ার্ল্ড ইউনিভার্সিটিস (এআরডব্লিউইউ) ২০২১’ এ বিশ্বের সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে ইরানের ৩৪টি বিশ্ববিদ্যালয়। মেধা ও উত্কর্ষের নিরিখে ৫টি সূচকের ভিত্তিতে বিজ্ঞানের ৫৪টি ক্ষেত্রে ‘অ্যাকাডেমিক র্যাঙ্কিং অফ ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ ২০২১’ প্রকাশ করা হয়।
এবারের র্যাঙ্কিংয়ে নানা সাফল্যের সাথে ইরানের ৩৪টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের সেরা প্রতিষ্ঠানের তালিকায় এসব বিশ্ববিদ্যালয়ের নাম ১৬৩বার উল্লেখ করা হয়েছে। মোট ৩২টি বৈজ্ঞানিক ক্ষেত্রে বৈশ্বিক অবস্থান লাভ করতে সক্ষম হয়েছে ইরানি বিশ্ববিদ্যালয়গুলো।
বিজ্ঞানের ৫৪টি ক্ষেত্রে তেহরান বিশ্ববিদ্যালয় ২১ বার, ইসলামী আজাদ বিশ্ববিদ্যালয় ১৭ বার, তারবিয়াত মোদারেস বিশ্ববিদ্যালয় ১৩ বার, আমিরকবির ও শরীফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১২ বার এবং ইসফাহান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১০ বার তালিকাভুক্ত হয়েছে। সূত্র: তেহরান টাইমস।