বিশ্বের শীর্ষ ৫ বাষ্প টারবাইন নির্মাতাদের মধ্যে ইরান
পোস্ট হয়েছে: এপ্রিল ২১, ২০২১

ইরানের প্রথম দেশীয়ভাবে তৈরি বাষ্প টারবাইন রটারের উদ্বোধন করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। রাজধানী তেহরানের একটি বিদ্যুৎ কেন্দ্রে স্থাপিত টারবাইনটি মঙ্গলবার তিনি উদ্বোধন করেন। খবর ইরনার।
ইরান টারবাইনটি নির্মাণের মধ্য দিয়ে বিশ্বের সেরা পাঁচ বাষ্প টারবাইন উৎপাদনকারীর মধ্যে স্থান করে নিয়েছে।
খবরে বলা হয়, জ্বালানি মন্ত্রণালয়ের এ-বি কর্মসূচির তৃতীয় সপ্তাহে এই উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
ইরান পাওয়ার প্লান্ট রিপেয়ার্স কোম্পানি উৎপাদিত ৮২ দশমিক ৫ মেগাওয়াটের টারবাইন রটারটিতে ইরানের ৫৫০ বিলিয়ন রিয়াল (প্রায় ১৩ মিলিয়ন ডলার) সাশ্রয় হবে। সূত্র: তেহরান টাইমস।