মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্বের বৃহত্তম গ্লাস প্যানেল উন্মোচন করলো ইরানি প্রতিষ্ঠান

পোস্ট হয়েছে: জুন ২৬, ২০২৩ 

news-image

বিশ্বের বৃহত্তম গ্লাস প্যানেল উন্মোচন করলো ইরানের একটি প্রধান গ্লাস উৎপাদক কোম্পানি। পারস্য উপসাগরীয় অঞ্চলে নির্মাণ সামগ্রীর লাভজনক বাজারের একটি বৃহত্তর অংশ দখলের পরিকল্পনার অংশ হিসেবে এটি নির্মাণ করা হয়েছে।

বৃহস্পতিবার ইরানি কোম্পানি কাজভিন গ্লাসের উন্মোচন করা প্যানেলটির দৈর্ঘ্য ৩৭ দশমিক ১ মিটার  এবং চওড়া ১ দশমিক ৭ মিটার। কোম্পানির ডেপুটি সিইও মাহমুদ নাজদাত উত্তরের শহর কাজভিনে প্যানেলটি উন্মোচনের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এই তথ্য জানান।

নাজদাত বলেন, কাচের প্যানেলের পুরুত্ব ৫০ মিলিমিটার এবং ওজন প্রায় ৭ দশমিক ৪২ মেট্রিক টন এবং এতে আয়রন অক্সাইডের মাত্রা খুবই কম। সূত্র: মেহর নিউজ।