শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্বের বৃহত্তম ইস্পাত ইনগট রপ্তানিকারকদের তালিকায় ১৯তম ইরান

পোস্ট হয়েছে: ডিসেম্বর ৯, ২০২০ 

news-image

বিশ্বের শীর্ষ ইস্পাত ইনগট রপ্তানিকারক দেশগুলোর তালিকায় ১৯তম স্থান লাভ করেছে ইরান। ২০১৯ সালে ইস্পাত পণ্য রপ্তানিতে যেখানে দেশটির অবস্থান ছিল ৫৩তম। ট্রেড ম্যাপ ওয়েবসাইটের দেয়া তথ্যে এই চিত্র দেখা গেছে।

ওয়েবসাইটটির তথ্যমতে, ২০১৯ সালে অপরিশোধিত ইস্পাত (ইনগট) আমদানিতে বিশ্বের শীর্ষ ১৯৬টি দেশের তালিকায় ইরানের অবস্থান ছিল ১৫৯তম। আর ইস্পাত পণ্য রপ্তানিতে ১৯৫টি দেশের মধ্যে ইরানের অবস্থান ছিল ৫৩তম। ইস্পাত পণ্যের বৈশ্বিক আমদানিতে ২২৬টি দেশের মধ্যে ইরানের অবস্থান ছিল ৮৫তম। সূত্র: তেহরান টাইমস।