শনিবার, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্বের বিভিন্ন দেশে বাড়ছে করোনা শনাক্তকরণে ইরানি কিটের চাহিদা

পোস্ট হয়েছে: মে ১২, ২০২০ 

news-image

ইসলামী প্রজাতন্ত্র ইরান জার্মানি ও তুরস্কসহ কয়েকেটি দেশে করোনাভাইরাস শনাক্তকরণ কিট রপ্তানি শুরু করার পর দক্ষিণ আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে দেশটির কিটের চাহিদা দিন দিন বেড়েই চলেছে।এরইমধ্যে ইরান আরো কয়েকটি দেশে নিজেদের তৈরি করোনাভাইরাস শনাক্তকরণ কিটের নমুনা পাঠিয়েছে। পণ্যটি এসব দেশে অনুমোদন পেলে রপ্তানি শুরু করবে তেহরান। রোববার ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্সির আন্তর্জাতিক ইন্টার‌্যাকশন সেন্টারের প্রধান মাহদি কালেনয় এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নভেল করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাবের ফলশ্রুতিতে ইরানের জানভিত্তিক কোম্পানিগুলো তদের স্বাস্থ্যসেবা ব্যবস্থার সক্ষমতা প্রমাণে কোভিড-১৯ শনাক্তকরণ কিট উৎপাদন শুরু করেছে। ভাইরাসটি মোকাবেলায় দেশটি এখন মাঝামাঝি পর্যায়ে রয়েছে। দেশীয় চাহিদা পূরণ করে বিদেশেও দেশীয় তৈরি করোনাভাইরাস শনাক্তকরণ কিট রপ্তানি করছে।

কালেনয় বলেন, দেশীয়ভাবে তৈরি করোনাভাইরাস শনাক্তকরণ কিটের নমুনা অন্যান্য দেশে পাঠানো হয়েছে। সমন্বয় করে আন্তর্জাতিক অঙ্গনে এসব কিটের বাজার তৈরি করা হবে। যেসব দেশে দেশীয় তৈরি কিট রপ্তানির টার্গেট রয়েছে তার মধ্যে কাতার,  ভারত,পাকিস্তান,ফিলিপাইন অন্যতম বলে জানান তিনি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।