বিশ্বের ন্যানোটেক প্রবন্ধে ইরানের অবদান প্রায় ৫ শতাংশ
পোস্ট হয়েছে: আগস্ট ২, ২০২৩

২০২২ সালে ওয়েব অব সায়েন্স (ডাব্লিউওএস) এর সূচকে ইরানের ১১ হাজার ৪৭৩টি নিবন্ধ স্থান পেয়েছে। এই বছরে বিশ্বের মোট ডাব্লিউওএস-ভিত্তিক ন্যানো প্রযুক্তি নিবন্ধে ইরানের অবদান ছিল ৪ দশমিক ৯ শতাংশ।
বার্তা সংস্থা ইসনার প্রতিবেদনে বলা হয়, ইরান এই ক্ষেত্রে শীর্ষ ২০টি দেশের মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরানি পণ্ডিতদের প্রকাশিত নিবন্ধের সংখ্যা ২০০০ সালের আট হাজার থেকে বেড়ে ২০২২ সালে ১১ হাজার ৪৭৩টিতে দাঁড়িয়েছে।
ইরানি নিবন্ধগুলির প্রায় ৩২ শতাংশ যৌথভাবে অন্যান্য দেশের পণ্ডিতদের সাথে লেখা হয়েছে। প্রধানত চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, তুরস্ক, ইরাক এবং কানাডার স্কলারদেশ সাথে এসব প্রবন্ধ যৌথভাবে লেখা। সূত্র: তেহরান টাইমস।