শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্বের নিবন্ধিত হস্তশিল্পের তালিকায় শীর্ষে ইরান

পোস্ট হয়েছে: জুন ৯, ২০২২ 

news-image

হস্তশিল্প ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ এক শৈল্পিক শিল্প। দেশটির প্রাচীন সংস্কৃতি ও ইতিহাসের সাথে যার রয়েছে গভীর সংযোগ।আর বৈচিত্রের দিক থেকে পারসিয়ান  হ্যান্ডিক্র্যাফ্টের পরিসর অত্যন্ত বিস্তৃত। বিশ্বের অন্যান্য দেশের হ্যান্ডিক্র্যাফ্ট শিল্পের বহু সময় আগেই ফারসি হস্তশিল্প  বিকাশ লাভ করে।বর্তমানে বিশ্বের নিবন্ধিত হস্তশিল্পের তালিকার শীর্ষে রয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। আর হস্তশিল্প উৎপাদনকারী দেশের তালিকায় দেশটির অবস্থান বিশ্বে তৃতীয়।

প্রতি বছর ১০ জুন ইরানসহ বিভিন্ন দেশে পালিত হয় বিশ্ব হস্তশিল্প দিবস । দিনটিতে বিশ্বব্যাপী কঠোর পরিশ্রমী নারী-পুরুষদের সৃজনশীল কর্মকে স্মরণ করা হয়।ইরানে ঐতিহ্যবাহী শিল্প ও হস্তশিল্পের প্রায় ৩০০টি খাতে নারী-পুরুষ মিলিয়ে ত্রিশ লক্ষাধিক শিল্পী ও কারিগর কর্মরত রয়েছে।ইরানের তেলবহির্ভূত রপ্তানিতে হস্তশিল্প খাত উল্লেখযোগ্য অবদান রেখেছে।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিক সংস্থা ইউনেসকো ৯০টি সদস্য রাষ্ট্র নিয়ে ওয়ার্ল্ড হ্যান্ডিক্র্যাফ্ট কাউন্সিল (ডব্লিউসিসি) প্রতিষ্ঠা করে।

ইউনেসকোর অধিভুক্ত সংস্থা ওয়ার্ল্ড ক্র্যাফ্ট কাউন্সিল (ডব্লিউসিসি) প্রতিষ্ঠিত হয় ১৯৬৪ সালে। অলাভজনক ও বেসরকারি এই সংগঠনটি কারু সংশ্লিষ্ট কার্যক্রম থেকে তৈরি আয় দিয়ে অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত করার লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়। আফ্রিকা, এশিয়া প্যাসিফিক, ইউরোপ, লাতিন আমেরিকা ও উত্তর আমেরিকা এই পাঁচ অঞ্চল নিয়ে ডব্লিউসিসি গঠিত হয়।