বিশ্বের নবম বৃহত্তম তাপবিদ্যুৎ উৎপাদনকারী দেশ ইরান
পোস্ট হয়েছে: মে ৫, ২০২৪

ইরান বিশ্বের নবম বৃহত্তম তাপ বিদ্যুৎ উৎপাদনকারী দেশ বলে জানিয়েছেন দেশটির থার্মাল পাওয়ার প্ল্যান্ট হোল্ডিং (টিপিপিএইচ) এর প্রধান আব্দুর রাসুল পিশাহাং। খবর আইআরআইবি’র।
গত দুই বছরে দেশের তাপবিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা ৯ হাজার মেগাওয়াট (মেগাওয়াট) বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি বর্তমানে ইরানের মোট বিদ্যুৎ উৎপাদনে ৯২ শতাংশ অবদান রাখছে।
পিশাহাং বলেন, গত বছর দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলিতে ৩৮৯ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন হয়েছে এবং এরমধ্যে ৩৬০ বিলিয়ন কিলোওয়াট-ঘন্টা উৎপাদন হয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে। যা দেশে উৎপাদিত মোট বিদ্যুতের ৯২ দশমিক ৫ শতাংশ।
গত বছর দেশের তাপবিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতায় ২ হাজার মেগাওয়াটের বেশি যুক্ত হয়েছে বলে জানান তিনি। সূত্র: তেহরান টাইমস