বিশ্বের নবম বৃহত্তম তাপবিদ্যুৎ উৎপাদনকারী দেশ ইরান
পোস্ট হয়েছে: মে ৫, ২০২৪
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2024/05/11067963_307.jpg)
ইরান বিশ্বের নবম বৃহত্তম তাপ বিদ্যুৎ উৎপাদনকারী দেশ বলে জানিয়েছেন দেশটির থার্মাল পাওয়ার প্ল্যান্ট হোল্ডিং (টিপিপিএইচ) এর প্রধান আব্দুর রাসুল পিশাহাং। খবর আইআরআইবি’র।
গত দুই বছরে দেশের তাপবিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা ৯ হাজার মেগাওয়াট (মেগাওয়াট) বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি বর্তমানে ইরানের মোট বিদ্যুৎ উৎপাদনে ৯২ শতাংশ অবদান রাখছে।
পিশাহাং বলেন, গত বছর দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলিতে ৩৮৯ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন হয়েছে এবং এরমধ্যে ৩৬০ বিলিয়ন কিলোওয়াট-ঘন্টা উৎপাদন হয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে। যা দেশে উৎপাদিত মোট বিদ্যুতের ৯২ দশমিক ৫ শতাংশ।
গত বছর দেশের তাপবিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতায় ২ হাজার মেগাওয়াটের বেশি যুক্ত হয়েছে বলে জানান তিনি। সূত্র: তেহরান টাইমস