রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খেজুর উৎপাদনকারী দেশ ইরান

পোস্ট হয়েছে: আগস্ট ২০, ২০২৪ 

news-image

ইরান মিশরের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খেজুর উৎপাদনকারী দেশ। তবে দেশটি খেজুরের বিভিন্নতার দিক থেকে বিশ্বে প্রথম স্থানে রয়েছে। ইরানের ন্যাশনাল ডেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহসেন রশিদ ফারোখি এই তথ্য জানান।

তিনি বলেন, দেশে বছরে গড়ে ১ দশমিক ৩৫০ মিলিয়ন টন তাজা খেজুর উৎপাদিত হয়। দেশে খেজুরের মাথাপিছু ব্যবহার হার সাড়ে সাত কেজি।ফারোখি জানান, বছরে উৎপাদিত মোট খেজুরের ৭০ শতাংশ দেশেই খাওয়া হয় এবং বাকি ৩০ শতাংশ বিদেশে রপ্তানি করা হয়।

ন্যাশনাল ডেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আরও বলেন, দেশে খেজুরের বর্তমান বৈদেশিক-বিনিময়ের পরিমাণ প্রায় ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার। বিনিময়ের এই পরিমাণ ৫শ মিলিয়ন পর্যন্ত বাড়তে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। সূত্র: মেহর নিউজ