মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্বের দশম বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী দেশ ইরান

পোস্ট হয়েছে: জুন ২৯, ২০২১ 

news-image

চলতি বছরের প্রথম ৫ মাসে বিশ্বের দশম বৃহত্তম ইস্পাত উৎপাদকের খ্যাতি অর্জন করেছে ইরান। বিশ্ব ইস্পাত সমিতি (ডব্লিউএসএ) প্রকাশিত সর্বশেষ তথ্যের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানায় ইরান খনি ও খনিজ শিল্প উন্নয়ন ও সংস্কার সংস্থা (আইএমআইডিআরও)।

ডব্লিউএসএ এর তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত ইরান ১২ দশমিক ৫ মিলিয়ন টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করে। আগের বছর ২০২০ সালের চেয়ে এই উৎপাদন বেড়েছে ৯ দশমিক ২ শতাংশ।

ইরানের মে মাসে ইস্পাত উৎপাদনের পরিমাণ দাঁড়ায় ২ দশমিক ৬ মিলিয়ন টন। আগের বছরের একই সময়ের তুলনায় যা ৭ দশমিক ৭ শতাংশ বেশি। ওই তথ্যমতে, বিশ্বের শীর্ষ ৬৪ ইস্পাত উৎপাদক দেশ মিলে বছরের প্রথম ৫ মাসে ৮৩৭ দশমিক ৫ মিলিয়ন টন ইস্পাত উৎপাদন করতে সক্ষম হয়েছে। সূত্র: তেহরান টাইমস।