বিশ্বের তৃতীয় সর্বোচ্চ গ্যাস উৎপাদনকারী দেশ ইরান
পোস্ট হয়েছে: অক্টোবর ৩, ২০১৭
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2017/10/ScreenHunter-1039.png)
আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সর্বশেষ প্রতিবেদন বলছে ,২০১৬ সালে বিশ্বে তৃতীয় সর্বোচ্চ পরিমাণ গ্যাস উৎপাদনকারী দেশ ছিল ইরান। বৈশ্বিক জ্বালানি বাজার পরিস্থিতির ওপর সর্বশেষ প্রতিবেদনে এই চিত্র তুলে ধরেছে আইইএ।
প্রতিবেদনে সংস্থাটি বলেছে, গত বছর ইরান ১৯০ বিলিয়ন কিউবিক মিটার (বিসিএম) গ্যাস উৎপাদন করেছে। অর্থাৎ বৈশ্বিকভাবে মোট উৎপাদিত গ্যাসের ৫ দশমিক ৩ শতাংশ উৎপাদন হয়েছে দেশটিতে।
আইইএ এর প্রতিবেদনে জানানো হয়, গত বছরে শীর্ষ গ্যাস উৎপাদনকারী দেশ ছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়া। ২০১৬ সালে দেশ দুটি যথাক্রমে ৭৪৯ বিসিএম (মোট গ্যাসের ২০.৭ ভাগ) ও ৬৪৪ বিসিএম (১৭.৭ ভাগ) গ্যাস উৎপাদন করেছে।
ইরানের পরে চতুর্থ ও পঞ্চম গ্যাস উৎপাদনকারী দেশ কানাডা ও কাতার। দেশ দুটি ১৭৪ বিসিএম ও ১৬৫ বিসিএম গ্যাস উৎপাদন করেছে।
আইইএ এর প্রতিবেদনে আরও জানানো হয়, ২০১৬ সালে বিশ্বে অপরিশোধিত তেল উৎপাদনে পঞ্চম ছিল ইরান। এই ক্যাটাগরিতে শীর্ষে ছিল সৌদি আরব। তারপরেই দ্বিতীয় রাশিয়া, তৃতীয় যুক্তরাষ্ট্র ও চতুর্থ কানাডা। সূত্র: ইসনা।