বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্বসেরা ফুটসাল খেলোয়াড় পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় দুই ইরানি

পোস্ট হয়েছে: মার্চ ১৮, ২০২০ 

news-image

বিশ্ব সেরা ফুটসাল খেলোয়াড় পুরস্কার ২০১৯ এর সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে ইরানের মেহদি জাভিদ ও সালার আকাপুর। ফুটসালপ্লানেট ডটকম তাদের মনোনীত করেছে।

৩২ বছর বয়সী জাভিদ ইরানের মেস সানগান ক্লাবের খেলোয়াড়। তিনি বর্ষসেরা খেলোয়াড় পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। অন্যদিকে একই দলের খেলোয়াড় আকাপুর মনোনয়ন পেয়েছে বর্ষসেরা তরুণ খেলোয়াড় পুরস্কারের জন্য।

এই দুই খেলোয়াড়সহ ফুটসালপ্লানেট অ্যাওয়ার্ডের এবারের ২০তম পর্বে ইরান থেকে মোট আট জন মনোনয়ন লাভ করলো। আগামী ২৬ মার্চ বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

বিশ্বের বর্ষসেরা ফুটসাল পুরস্কারের বিভিন্ন বিভাগে মনোনয়ন পাওয়া বাকি ইরানি খেলোয়াড়রা হলেন- পুরুষ জাতীয় দলের সাইয়েদ মোহাম্মাদ নাজেমাশারিয়েহ (সেরা জাতীয় দল কোচ), সেপেহর মোহাম্মাদি (সেরা পুরুষ গোলরক্ষক), সারা শিরবেইগি (সেরা নারী খেলোয়াড়), ফারজানেহ তাভাসসোলি (সেরা নারী গোলরক্ষক) ও গিলারেহ নাজেমি (সেরা রেফারি)। সূত্র: ইরান ডেইল।