বিশ্বসেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় ইরানের ৬ প্রতিষ্ঠান
পোস্ট হয়েছে: এপ্রিল ৮, ২০২১

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান কিউএস (কোয়াককোয়ারেল সাইমন্ডস) বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর এক র্যাঙ্কিং প্রকাশ করেছে। র্যাঙ্কিং ২০২১-এ বিশ্বের সেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় ইরানের ৬টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
কিউএসের প্রকাশিত সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকাকে বিশ্বব্যাপী সবচেয়ে গ্রহণযোগ্য র্যাঙ্কিংগুলোর একটি মনে করা হয় ৷ এই র্যাঙ্কিংয়ে ছয়টি সূচকে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক মান নিরূপণ করা হয়৷ এগুলো হলো অ্যাকাডেমিক খ্যাতি (অ্যাকাডেমিক রেপুটেশন), চাকরির বাজারে সুনাম (অ্যামপ্লয়ার রেপুটেশন), শিক্ষক-শিক্ষার্থী অনুপাত (ফ্যাকাল্টি-স্টুডেন্ট রেশিও), শিক্ষকপ্রতি গবেষণা-উদ্ধৃতি (সাইটেশনস পার ফ্যাকাল্টি), আন্তর্জাতিক শিক্ষক অনুপাত (ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি রেশিও) ও আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাত (ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রেশিও)৷
কিউএস টপ ইউনিভার্সিটিজের অফিসিয়াল ওয়েবসাইটে এ র্যাঙ্কিং প্রকাশ করা হয়। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ২০২১’ শীর্ষক এই র্যাঙ্কিংয়ে ইরানের শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি ৪০৯তম, আমির কবির ইউনিভার্সিটি অব টেকনোলজি ৪৭৭তম, ইউনিভার্সিটি অব তেহরান ৫৯১ থেকে ৬০০তমের মধ্যে, ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ৬০১ থেকে ৬৫০তমের মধ্যে, শিরাজ ইউনিভিার্সিটি ও শহিদ বেহেসতি ইউনিভার্সিটি ৮০১ থেকে ১০০০তমের মধ্যে রয়েছে।
কিউএসের এই র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে প্রথমসহ মোট পাঁচটি বিশ্ববিদ্যালয় রয়েছে যুক্তরাষ্ট্রের ৷ এর মধ্যে ১০০-তে ১০০ স্কোর নিয়ে টানা নবমবারের মতো তালিকায় প্রথম হয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। সূত্র: তেহরান টাইমস।