শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্বমানের গবেষকদের তালিকায় ৪৮১ ইরানি

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৭, ২০২১ 

news-image

বিশ্বমানের গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন ৪৮১ জন ইরানি বিজ্ঞানী। ২০২১ সালে বিশ্বব্যাপী যাদের প্রকাশনা সবচেয়ে বেশি উদ্ধৃত করা হয়েছে ইসলামিক ওয়ার্ল্ড সায়েন্স সাইটেশন সেন্টার (আইএসসি) সম্প্রতি সেসব বিজ্ঞানীর তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় বিশ্বের শীর্ষ এক শতাংশের মধ্যে এসব ইরানি বিজ্ঞানী স্থান পেয়েছেন।আইএসসি প্রধান মোহাম্মদ জাভেদ দেহকানি বলেন, মুসলিম বিশ্বের সর্বাধিক উদ্ধৃত লেখক, গবেষক এবং শীর্ষ বৈজ্ঞানিক দেশগুলোর সাথে পরিচয় করিয়ে দিতে আইএসসি এর প্রধান কাজগুলোর মধ্যে একটি হলো গবেষক এবং প্রতিভাবানদের বৈজ্ঞানিক নিবন্ধগুলোর প্রভাব সনাক্তকরণ এবং পরীক্ষা করার সম্ভাবনা তুলে ধরা।প্রকৃতপক্ষে, শীর্ষ ২০ শতাংশ গবেষক বিশ্বের ৬৬ শতাংশ বৈজ্ঞানিক উৎপাদন করেন এবং তাদের প্রকাশনা বিশ্বের ৮৫ শতাংশ উদ্ধৃতি লাভ করে৷“উন্নত দেশগুলো সারা বিশ্ব থেকে গবেষকদের আকৃষ্ট করার পরিকল্পনা করেছে এবং বিনিয়োগ করেছে। ফলে প্রতিভাবানদের অভিবাসনের জন্য এই দেশগুলো সবচেয়ে বড় গন্তব্যে পরিণত হয়েছে। বিশ্বের শীর্ষ এক শতাংশ প্রতিভাবান বিশ্বে বিজ্ঞানের ১৪ শতাংশ উৎপাদন করে এবং একই গোষ্ঠী বিশ্বের ২৪ শতাংশ উদ্ধৃতি লাভ করে। শীর্ষ গবেষকদের বাছাই করার মাপকাঠি হলো তাদের নিবন্ধ থেকে উদ্ধৃতির সংখ্যা কতটা। সূত্র: তেহরান টাইমস।