বিশ্বকাপ বাছাইপর্বে সিরিয়াকে হারাল ইরান
পোস্ট হয়েছে: নভেম্বর ১৭, ২০২১

২০২২ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপ এ তে সিরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে ইরানের জাতীয় ফুটবল দল। মঙ্গলবার জর্ডানের আম্মানে বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ড্রাগন স্কোসিকের ফারসি দলের জন্য ৩৩ মিনিটের মাথায় প্রথম গোলটি করে সরদার আজমুন। ৪২ মিনিটের মাথায় পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন এহাসন হাজি সাফি। ম্যাচের এক মিনিট বাকি থাকতে তৃতীয় গোলটি করেন আলি গোলিজাদে। এর আগে দিনের শুরুতে আরব আমিরাত লেবাননকে পরাজিত করে। অন্যদিকে দোহায় দক্ষিণ কোরিয়া ৩-০ গোলে পরাজিত করে ইরাককে। ইরান ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে। এর পরে রয়েছে দক্ষিণ কোরিয়া। সূত্র: তেহরান টাইমস।