সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্বকাপ বাছাইপর্বে আমিরাতকে হারালো ১০ জনের ইরানি দল

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২, ২০২২ 

news-image
সংযুক্ত আরব আমিরাতকে ১-০ ব্যবধানে হারিয়ে ২০২২ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ এ এর শীর্ষে রয়েছে ইরান জাতীয় ফুটবল দল।মঙ্গলবার ফারসি চিতারা তেহরানের আজাদি স্টেডিয়ামে প্রতিপক্ষকে ধরাশায়ী করে এই জয় ঘরে তোলে। দলটি ইতোমধ্যে কাতার বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে নিয়েছে।হাফ টাইম হতে এক মিনিট বাকি থাকতে ইরানের অধিনায়ক আলিরেজা জাহানবখশ, আলি ঘোলিজাদেহ ও বাঁ-পায়ের ফুটবলার মেহেদি তারেমির চূড়ান্ত প্রচেষ্টায় একমাত্র গোলটি করে ইরানি দল।দ্বিতীয়ার্ধের চার মিনিটে ওমানি রেফারি আহমেদ আল-কাফ সাদেগ মোহাররামিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান। ইরানকে নামিয়ে দেওয়া হয় ১০ জনের দলে।
ইরানের কোচ হিসেবে ১৫টি ম্যাচের মধ্যে এটি ছিল ড্র্যাগান স্কোসিকের ১৪তম জয়।ইরান ২২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে। কোরিয়া প্রজাতন্ত্র দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। দলটি আগের দিন সিরিয়াকে ২-০ গোলে পরাজিত করে। সূত্র: তেহরান টাইমস।