মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্বকাপ আয়োজনে কাতারকে সহযোগিতা করবে ইরান

পোস্ট হয়েছে: এপ্রিল ১৩, ২০২২ 

news-image

কাতারের পরিবহন ও যোগাযোগ মন্ত্রী জসিম বিন সাইফ আল সুলাইতি বলেছেন, ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনে তার দেশকে সহযোগিতা করবে ইরান।সুলাইতি পারস্য উপসাগরে ইরানের কিশ দ্বীপ সফরের সময় এই মন্তব্য করেন। সফরে তিনি ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রী রোস্তম গাসেমির সাথে সাক্ষাৎ করেন।কাতারি মন্ত্রী বলেন, ‘ইরান ও কাতারের মধ্যে সহযোগিতার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বকাপ ইস্যু। এর মাধ্যমে আমরা দুই দেশের মধ্যে সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণে দ্বিপাক্ষিক বাধাগুলো দূর করতে পারি।’সুলাইতি জোর দিয়ে বলেন, ইরান এই অঞ্চলে একটি প্রধান খেলোয়াড় এবং এই অঞ্চলে তার একটি প্রভাবশালী ভূমিকা রয়েছে। কাতার দেশটির সাথে স্থল, সমুদ্র এবং আকাশের ক্ষেত্রে সম্পর্ক স্থাপন করতে ইচ্ছুক। সূত্র: মেহর নিউজ এজেন্সি।