শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্বকাপে স্বাস্থ্য সহযোগিতা বাড়াবে ইরান ও কাতার

পোস্ট হয়েছে: মে ২৫, ২০২২ 

news-image

দোহার ২০২২ ফিফা বিশ্বকাপে স্বাস্থ্য সহযোগিতা বাড়াবে ইরান ও কাতার। এই সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন ইরানের স্বাস্থ্যমন্ত্রী বাহরাম আইনুল্লাহি এবং তার কাতারি প্রতিপক্ষ হানান মোহাম্মদ আল কুয়ারি। মঙ্গলবার বার্তা সংস্থা ইসনা এই খবর দিয়েছে।জেনেভায় ৭৫তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশের ফাঁকে আইনুল্লাহি বলেন, স্বাস্থ্যের ক্ষেত্রে ইরান-কাতার সম্পর্ক দীর্ঘদিন ধরে অনুকূলে আছে এবং দুই দেশের মধ্যে যৌথ সহযোগিতা জোরদার করার অক্ষ রয়েছে।স্বাস্থ্যের ক্ষেত্রে বিনিয়োগ করা এবং দুই দেশের মধ্যে বৈজ্ঞানিক সহযোগিতা সম্প্রসারণ, যেমন বৈজ্ঞানিক সম্মেলন, অধ্যাপক এবং ছাত্রদের আদান-প্রদান, বৃত্তি প্রদান এবং স্বাস্থ্যের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে তথ্য বিনিময়, বিশেষ করে অসংক্রামক রোগের তথ্য আদান-প্রদানের মতো বিষয়গুলো উভয় দেশের স্বাস্থ্য ব্যবস্থায় জোরদার করা যেতে পারে। সূত্র: তেহরান টাইমস।