মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্বকাপে খেলা নিশ্চিত হওয়ায় ইরানি জনগণের আনন্দ উল্লাস

পোস্ট হয়েছে: জুন ১৩, ২০১৭ 

news-image

বাছাই পর্বে ২ ম্যাচ হাতে রেখেই ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত আসরে খেলা নিশ্চিত করায় সরাদেশে আনন্দ উল্লাস করেছে ইরানের জনগণ। তেহরানের আজাদি স্টেডিয়ামে সোমবার রাতে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের এ ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষ হওয়ার পরপরই ইরানের ফুটবল প্রেমিরা রাস্তায় এসে আনন্দ উল্লাস করে।এদিন রাজধানী তেহরানসহ সারাদেশে চলে আনন্দ উৎসব।

সোমবার সারারাত তেহরানের খোলা আকাশের নিচে বিরল বিজয়োল্লাস করেছেন ফুলবল ভক্তরা। তেহরানের বিভিন্ন স্কয়ারে তরুণরা নাচ ও গানের মধ্যে বিজয় উদযাপন করেন। এ সময় তারা ইরানের জাতীয় ফুলবল দলের ছবি সংবলিত ফেস্টুন আকাশে উড়ান। অনেককে আবার ইরানের জাতীয় পতাকা হাতে আনন্দ উল্লাস করতে দেখা যায়।

এশিয়ান অঞ্চলের ‘এ’ গ্রুপের তৃতীয় রাউন্ডের লড়াইয়ে উজবেকিস্তানকে ২-০ গোলে হারিয়ে এশিয়ার প্রথম দেশ এবং বিশ্বের দ্বিতীয় দল হিসেবে ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি।

সরদার আজমাউন এবং মেহদি তারেমির গোলেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করলো ইসলামি প্রজাতন্ত্র ইরান। কার্লোস কুইরোজের দল আরও একবার নিজেদের পোস্ট রক্ষা করে ইতিহাস সৃষ্টি করলো। এ নিয়ে ৮ ম্যাচ খেলে একটিতেও গোল হজম করতে হয়নি ইরানিদের। দুই ম্যাচে গোলশূন্য ড্র এবং অন্য ৬ ম্যাচে প্রতিপক্ষের জালে বল প্রবেশ করিয়ে জয় ছিনিয়ে নিয়েছে তারা।

বাছাই পর্বে এখনও ২ ম্যাচ বাকি। এর আগেই বিশ্বকাপ খেলা নিশ্চিত করলো তারা। ‘এ’ গ্রুপে ৮ ম্যাচে সর্বোচ্চ ২০ পয়েন্ট অর্জন করেছে ইরানিরা। একই গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ কোরিয়ার পয়েন্ট ১৩। যদিও তারা খেলেছে ৭ ম্যাচ।

উজবেকিস্তানের বিপক্ষে আজমাউন তার দলকে খেলার ২৩ মিনেটে এগিয়ে দেন। খেলা শেষ হওয়ার ২ মিনিট আগে (৮৮ মিনিটে) ইরানের জয় নিশ্চিত করেন মেহদি তারেমি।

স্বাগতিক রাশিয়াছাড়া বাছাই পর্ব থেকে সবার আগে বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে ব্রাজিল। দ্বিতীয় দল হিসেবে এশিয়া থেকে বিশ্বকাপ নিশ্চিত হলো ইরানের।