বিশাল সামরিক মহড়ায় নেমেছে আইআরজিসি’র পদাতিক ইউনিট
পোস্ট হয়েছে: জানুয়ারি ২৫, ২০১৭

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র পদাতিক ইউনিট সোমবার থেকে বিশাল সামরিক মহড়া শুরু করেছে।
পদাতিক ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ পাকপুর বলেছেন, ইরানের পশ্চিমাঞ্চলে ইমাম আলী(আ) নামের এ মহড়া শুরু হয়েছে।
মহড়ার মাধ্যমে পদাতিক বাহিনীর প্রস্তুতি পরীক্ষার পাশাপাশি রণকৌশল উন্নয়ন করা এবং নতুন রণ পদ্ধতি বের করা হবে। চারদিনের এ মহড়ার নানা পর্যায়ে পদাতিক বাহিনী তাদের সক্ষমতা দেখাবে বলেও জানান তিনি।
গত এপ্রিল মাসে ‘মহানবী হজরত মোহাম্মদ (স.)’ নামের মহড়া সম্পন্ন করেছে আইআরজিসি’র পদাতিক ইউনিট। ইরানের দুই লাখ ৯০ হাজার বর্গ কিলোমিটার এলাকা অর্থাৎ প্রায় ১৭ শতাংশ ভূখণ্ড জুড়ে তিন দিন ধরে এ মহড়া চলেছে। এরআগে ইরানে কখনোই এতো বিশাল এলাকাজুড়ে সামরিক মহড়া অনুষ্ঠিত হয়নি।সূত্র: পার্সটুডে