বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

বিশাল ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরানের আইআরজিসি

পোস্ট হয়েছে: এপ্রিল ২, ২০২৫ 

news-image

অন্যতম বৃহত্তম ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরের উন্মোচন করল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মঙ্গলবার (২৫ মার্চ) আনুষ্ঠানিকভাবে দেশটির বৃহত্তম ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলির মধ্যে অন্যতম এই শহরটির উন্মোচন করা হয়।

এটি আইআরজিসির মহাকাশ বাহিনীর শত শত ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলির মধ্যে একটি। এখানে রয়েছে “এমাদ”, “সেজিল”, “কদর এইচ”, “খেইবার শেকান” এবং “হাজ কাসেম” এর মতো হাজার হাজার নির্ভুল-নির্দেশিত ক্ষেপণাস্ত্র।

ক্ষেপণাস্ত্র শহরটি উন্মোচনকালে সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাঘেরি এবং আইআরজিসি এরোস্পেস ফোর্স কমান্ডার আমির আলী হাজিজাদে উপস্থিত ছিলেন।

সূত্রঃ তেহরান টাইমস