শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

বই পড়ায় উৎসাহিত করতে বিলবোর্ডে প্রচারণা

পোস্ট হয়েছে: নভেম্বর ১৯, ২০১৫ 

news-image

‘বই পড়াই জীবন’ এই শ্লোগানে ইরানের রাজধানী তেহরানে বিলবোর্ডে বিজ্ঞাপন দিয়ে শিশুদের বই পড়তে উৎসাহ বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে। তেহরানের বিখ্যাত লেখকদের বই থেকে ছবি ও উদ্ধৃতি তুলে ধরে বিজ্ঞাপনের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। প্রায় ২৫০ জনপ্রিয় বইয়ের বিখ্যাত লাইন তুলে ধরে ব্যানার ও পোস্টার করা হয়েছে।

৫০ হাজার বর্গ মিটার জায়গা বরাদ্দ করে বিলবোর্ড বসানো হয়েছে তেহরানের ২৩ তম জাতীয় বই সপ্তাহ (১৪-২১ নভেম্বর) উপলক্ষে।

তেহরান বিউটিফিকেশন প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা ইজা আলিজাদেহ বলেন, এই প্রতিষ্ঠানটি শহরের বাণিজ্যিক স্থানগুলোকে সাংস্কৃতিক চর্চার উদ্দ্যেশ্যে ব্যবহার করতে চায়। এছাড়া এই প্রচারণা বই পড়ার আগ্রহকে আরও বাড়াবে, বই ক্রয়ে জনসাধারণের মাঝে সচেতনতা তৈরি হবে। প্রকাশনা ব্যবসাও সমৃদ্ধ হবে।

তিনি আরও বলেন, ইতিপূর্বে আমাদের প্রতিষ্ঠান প্রায় ১৫‘শ বিলবোর্ড স্থাপন করেছিল ১০ দিনের জন্য। বিভিন্ন লেখকদের ও পশ্চিমা শিল্পীদের শিল্পকর্ম দিয়ে এমনভাবে সাজানো হয়েছিলো যেন রাজধানী নগরীকে এক বৃহৎ আর্ট গ্যালারী মনে হয়। ফিনান্সিয়াল ট্রিবিউন