শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিরল প্রজাতির যে মাছ কেবল ইরানেই পাওয়া যায়

পোস্ট হয়েছে: নভেম্বর ১১, ২০২১ 

news-image

বিরল প্রজাতির মাছ জেবরাফিশ। মাছের এই প্রজাতিটি কেবল ইরানের চাহারমহল-বখতিয়ারি প্রদেশেই বসবাস করে। পৃথিবীর আর কোথায় এটি খুঁজে পাওয়া যায় না। কিন্তু জেবরাফিশের সংখ্যা ক্রমেই কমে যাওয়ায় ব্যাপকভাবে বিপন্নের মুখে পড়েছে প্রাণীটি।জলজ রোগের গবেষক মেহদি রাইসি বলেন, বিগত ১৫ বছরের গবেষণার ফলে দেখা গেছে জেবরাফিশের সংখ্যা অব্যাহতভাবে কমছে এবং এই বিরল প্রজাতির মাছটি বিলুপ্তির ঝুঁকিতে পড়েছে।তিনি মাছটির বর্ণনা দিয়ে বলেন, ছোট্ট প্রজাতির মাছটির দৈর্ঘ্য ৩-৪ সেন্টিমিটার। জাগরোস অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রজাতির মাছ এটি।রাইসি আরও জানান, সাম্প্রতিক বছরগুলোতে বিরল প্রজাতির মাছটির আবাসস্থল গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি খরার কারণে কিছু কিছু আবাসস্থল সম্পূর্ণ প্রাণহীন হয়ে পড়েছে। সূত্র: তেহরান টাইমস।