বিমান বিক্রি করতে এবার ইরান আসছে এটিআর প্রতিনিধিদল
পোস্ট হয়েছে: জানুয়ারি ২, ২০১৭
বিমান বিক্রির বিষয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ইউরোপের অন্যতম বড় বিমান কোম্পানি এটিআর’র মধ্যে চূড়ান্ত চুক্তি হতে যাচ্ছে। এজন্য কোম্পানির একটি প্রতিনিধিদল আগামী বুধবার তেহরান সফরে আসবে।
ইরানের উপ পরিবহনমন্ত্রী আসগর ফাখরিয়ে কাশানের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম বলছে, “বিমান বিক্রির বিষয়ে শেষ দফা আলোচনার জন্য এটিআর কোম্পানির প্রতিনিধিদল বুধবার তেহরান আসবে।” তিনি আরো জানান, “ এ সফরে তারা চুক্তির চূড়ান্ত সংস্করণ পর্যালোচনা করবে এবং কোনো সমস্যা না থাকলে দু পক্ষ চুক্তি সই করবে।”
ফাখরিয়ে কাশান জানান, এটিআর থেকে ২০টি বিমান কিনতে ৪০ কোটি ডলার খরচ পড়বে। এর মধ্যে আগামী এপ্রিলের মধ্যে ইরানের কাছে পাঁচটি বিমান হস্তান্তর করা হবে। এসব বিমানে যাত্রী পরিবহন ক্ষমতা ৭০। এটিআর থেকে কেনা বিমান অভ্যন্তরীণ রুটে চলবে বলেও জানিয়েছে ইরানের এ মন্ত্রী। গত বছরের ফ্রেব্রুয়ারি মাসে ইরানের জাতীয় এয়ারলাইন্স ‘ইরান এয়ার’ এবং এটিআর হাল্কা বিমান বিক্রির বিষয়ে প্রাথমিক চুক্তি করে।
এটিআর হচ্ছে- ফ্রান্সভিত্তিক এয়ারবাস ও লিওনার্দো ফেমেকানিকা কোম্পানির সমন্বয়ে গঠিত একটি বিমান কোম্পানি। সূত্র:পার্সটুডে