বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

বিমান বাহিনীর গত ৪ মহড়ায় বিদেশি অস্ত্র ব্যবহার করা হয়নি: ইরান

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২১, ২০২২ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর বিমান ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ওহেদি বলেছেন, নিষেধাজ্ঞা ইরানের জন্য শাপে বর হয়েছে। নিষেধাজ্ঞার কারণে সামরিক ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন সম্ভব হয়েছে।

তিনি মঙ্গলবার বার্তা সংস্থা ইরনা-কে দেওয়া এক সাক্ষাতকারে এ কথা বলেন।

তিনি আরও বলেন, ইরানি বিশেষজ্ঞদের শক্তি ও সামর্থ্যের ওপর ভর করেই স্বনির্ভরতা এসেছে। বিমান বাহিনীর গত চারটি মহড়ায় বিদেশি কোনো অস্ত্র ও সরঞ্জাম ব্যবহার করা হয়নি।

ইরানের সামরিক নীতি প্রসঙ্গে হামিদ ওহেদি বলেন, ইরানের নীতি-কৌশল প্রতিরক্ষামূলক। প্রতিবেশী দেশগুলো এ বিষয়ে নিশ্চিত থাকতে পারে যে, ইরানের সামরিক সক্ষমতা তাদের জন্য ক্ষতি বয়ে আনবে না বরং তাদের জন্য নিরাপত্তা নিশ্চিত করবে। এই অঞ্চলের বাইরের কোনো শক্তির এখানে এসে নাক গলানোর দরকার নেই। বাইরের কোনো শক্তির উপস্থিতির প্রয়োজন নেই।

ইসলামি প্রজাতন্ত্র ইরান ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকেই স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে কাজ করছে। এরই ধারাবাহিকতায় সামরিক খাতসহ বিভিন্ন অঙ্গনে অভাবনীয় সাফল্য এসেছে।পার্সটুডে/