শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিমান প্রতিরক্ষা ঘাঁটি হচ্ছে শত্রুর মোকাবেলায় ফ্রন্ট লাইন: ইরানের সর্বোচ্চ নেতা

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৩, ২০১৮ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, বিমান প্রতিরক্ষা ঘাঁটি হচ্ছে শত্রুর মোকাবেলায় ফ্রন্ট লাইন। ইরানের খাতামুল আম্বিয়া (স.) বিমান প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন।

সর্বোচ্চ নেতা আরও বলেছেন, রাজনৈতিক হিসাব বলছে যুদ্ধের আশঙ্কা নেই। তবে বিমান প্রতিরক্ষা ঘাঁটি ও এর সঙ্গে জড়িতের প্রস্তুতি ও সক্ষমতা নিয়মিত বাড়াতে হবে।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, সশস্ত্র বাহিনীর সতর্কতা, দক্ষতা, কৌশল, শক্তি ও ক্ষমতা ক্রমেই বাড়াতে হবে এবং যুদ্ধ সরঞ্জামের আধুনিকায়ন করতে হবে। মনে রাখবেন সশস্ত্র বাহিনীর প্রস্তুতি বাড়াতে যে পদক্ষেপই নেয়া হোক না কেন, তা এবাদত হিসেবে গণ্য হবে। এ জন্য সওয়াব লেখা হবে।

আজকের বৈঠকে খাতামুল আম্বিয়া বিমান ঘাঁটির কমান্ডার আলীরেজা সাবাহিফার্দ সর্বোচ্চ নেতার সামনে এ ঘাঁটির নানা পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরেন।

২০০৮ সালের ৩১ আগস্ট সর্বোচ্চ নেতার নির্দেশে খাতামুল আম্বিয়া (স.) বিমান প্রতিরক্ষা ঘাঁটিটি নতুন রূপে প্রতিষ্ঠা করা হয়। পার্সটুডে।