শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিমান প্রতিরক্ষায় ব্যবহৃত রাডার ব্যবস্থা ‘ফালাকের’ উন্মোচন করল ইরান

পোস্ট হয়েছে: আগস্ট ১১, ২০১৯ 

news-image

ইরান শনিবার ‘ফালাক’ নামের বিমান প্রতিরক্ষায় ব্যবহৃত এক রাডার ব্যবস্থার উন্মোচন করেছে। ইরানের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল আমির রেজা সাবাহিফার্দের উপস্থিতে ‘ফালাকের’ উন্মোচন করা হয়।

উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, ইরানি সেনাবাহিনীর সাহসী সন্তানরা এ রাডার ব্যবস্থাকে চালু করতে সক্ষম হয়েছে। এর আগে রাডার নির্মাণকারীরা একে চালু করতে শোচনীয় ভাবে ব্যর্থ হয়েছিল। ইরানের সেনাবাহিনী দুই হাজার ৩০০ শ্রমঘণ্টা ব্যয়ে ‘ফালাক’কে চালু করেছে বলে জানান তিনি। এ কাজে কোনও রকম বিদেশি সহায়তা নেয় নি ইরানের সেনাবাহিনী।

‘ফালাক’ দিয়ে ৪০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে শত্রুর যে কোনও ধরণের ক্রুজ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে চিহ্নিত করা যাবে। পাশাপাশি এ সাহায্যে যে কোনও ড্রোন বা চালকহীন বিমানের উপস্থিতিও নির্ভুল ভাবে নির্ণয় করা যাবে। পার্সটুডে।