শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিমানের টারবোজেট ইঞ্জিন তৈরি করল ইরান

পোস্ট হয়েছে: আগস্ট ২২, ২০১৬ 

news-image

সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে বিমানের টার্বোজেট ইঞ্জিন তৈরি করেছে ইরান। ইঞ্জিনটির নকশা ও কারিগরী দিকনির্দেশনা দিয়েছে ইরানি প্রকৌশলীরা। দেশটির প্রতিরক্ষামন্ত্রী হোসেইন দেহকান এ তথ্য জানিয়েছেন। এ খবর দিয়েছে আইআরআইএনএন টিভি।

এধরনের টারবোজেট ইঞ্জিন  বিমানে সংযোজন করা হলে তা ৫০ হাজার ফুট উচ্চতায় উড্ডয়ন করতে পারবে। এমন বিমানের বহন ক্ষমতা থাকবে ১০ টন। প্রতিরক্ষামন্ত্রী আরো জানান, আটটি দেশ যারা বিমানের ইঞ্জিন বানাতে পারে ইরান তাদের মধ্যে অর্ন্তভুক্ত হল। ইরানের প্রতিরক্ষা ও নিজস্ব সক্ষমতার দিক থেকেও এধরনের কৃতিত্ব উল্লেখযোগ্য হয়ে থাকবে।

ইরান সামরিক ট্যাঙ্ক তৈরি করতে পারে। এছাড়া ১৯৯২ সাল থেকে আর্মড পারসোনাল ক্যারিয়ার, ক্ষেপণাস্ত্র, রাডার, যুদ্ধ জাহাজ, সাবমেরিন ও জঙ্গি বিমান ছাড়াও দূরপাল্লার ড্রোন তৈরি করে থাকে দেশটি। সূত্র: তেহরান টাইমস