বিপ্লব-পূর্ব ইরানের তুলনায় মানুষের জীবনমান ৬০ শতাংশ বেড়েছে
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৩, ২০২০

বর্তমানে ইরানে ১৯৭০ সালের তুলনায় মানুষের জীবনমানের বিকাশ ঘটেছে ৬০ ভাগেরও বেশি। ভার্জিনিয়া টেকের (ভার্জিনিয়া পলিটেকনিক ইন্সটিটিউট অ্যান্ড স্টেট ইউনিভার্সিটি) অর্থনীতি বিভাগের অধ্যাপক দিজাভাদ সালেহি-ইসফাহানি তেহরান টাইমসকে ইসলামি বিপ্লবের ৪১তম বিষয় বার্ষিকী উদযাপন উপলক্ষে দেয়া এক সাক্ষাতকারে একথা বলেন।
তিনি বলেন, যদি যথাযথভাবে পরিমাপ করা হয় তাহলে দেখা যাবে ১৯৭০ সালের তুলনায় এখনকার সময়ে ইরানি জনগণের জীবনমান ৬০ ভাগেরও বেশি বিকশিত হয়েছে। যা আগে আমি আমার ব্লগে ও অনান্য লেখায় তুলে ধরেছি।
সাক্ষাৎকারে সালেহি-ইসফাহানি বিকশিত জীবনমানের প্রতিটি দিক তুলে ধরেন। যেসব মানুষ, গণমাধ্যম ও অর্থনীতিবিদ ইরানের অর্থনৈতিক উন্নয়নকে অবমূল্যায়ন করে তাদের সমালোচনা করেন তিনি।
এই অর্থনীতিবিদ বলেন, বিবিসির ফারসি নিবন্ধে ভুল মানদণ্ডের ভিত্তিতে দাবি করা হয়েছে যে, ইরানে বর্তমানে জীবনমান আগের চেয়ে ৩০ শতাংশ নিম্নতর। সূত্র: মেহর নিউজ এজেন্সি।