শুক্রবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিপজ্জনক তেজস্ক্রিয় উপাদান ঠেকানোর মহড়া চালালো ইরান

পোস্ট হয়েছে: নভেম্বর ১০, ২০১৫ 

news-image

বিপজ্জনক তেজস্ক্রিয় উপাদান ছড়িয়ে পড়া প্রতিহত করার বিষয়ে মহড়া চালিয়েছে ইরান। এ ধরনের উপাদানের ছড়িয়ে পড়া ঠেকানোর বিষয়ে ইরানের প্রস্তুতি পরীক্ষা করা হয়েছে মহড়ায়। রাজধানী তেহরানে এই প্রথম এমন মহড়া চালানো হলো।

তেজস্ক্রিয় উপাদানের ছড়িয়ে পড়া ঠেকানোর বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত ৩০০ ব্যক্তি অংশ নিয়েছে মহড়ায়। এতে দেখানো হয়েছে, চিকিৎসা কাজে ব্যবহৃত তেজস্ক্রিয় উপাদানবাহী একটি গাড়িতে দুর্ঘটনা ঘটে। এ সময়ে জ্বালানি ট্যাংক থেকে তেল ছড়িয়ে মারাত্মক বিস্ফোরণ ঘটে। এরপরই ইরানের আণবিক শক্তি সংস্থার বিশেষজ্ঞরা ওই এলাকায় ছুটে যান। ছড়িয়ে পড়া তেজস্ক্রিয় উপাদান দ্রুত পরিষ্কার করেন তারা। এলাকাবাসীকে সরিয়ে নেন ইরানের বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। পূর্ব নির্মিত সুড়ঙ্গে তাদের সরিয়ে নেয়া হয় এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

মহড়ার শেষ অংশে দেখা যায়, ওই এলাকা ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র বিশেষজ্ঞদের কাছে হস্তান্তর করা হচ্ছে।

সূত্র: আইআরআইবি, তারিখ ৭ নভেম্বর ২০১৫