বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিনামূল্যে যে কোনো তথ্যসেবা পাবেন ইরানিরা

পোস্ট হয়েছে: মে ২৮, ২০১৭ 

news-image

ইরানের তথ্য প্রযুক্তি সংস্থা আইটিও সম্প্রতি একটি ওয়েবসাইটের নকশা প্রস্তুত করেছে, যেখান থেকে দেশীয় যে কোনো বিষয়ে বিনামূল্যে তথ্যসেবা নিতে পারবেন দেশটির নাগরিকরা।

মঙ্গলবার ইরানের সংবাদমাধ্যম বিষয়ক উপ সংস্কৃতি মন্ত্রী হোসেইন ইনতেজামি জানান, নিকট ভবিষ্যতেই সংস্কৃতি এবং ইসলামিক গাইডেন্স এবং যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটির উদ্বোধন করবে।

ওয়েবসাইটটির জন্য গঠিত কমিশনের সেক্রেটারি ইনতেজামি। তিনি আরও জানান, ইরানের যে কোনো ব্যক্তি এই ওয়েবসাইটে নিজেদের নাম নিবন্ধন করাতে পারবেন এবং সরকারি ও বেসরকারি যে কোনো খাত সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করতে পারবেন। প্রশ্ন করার ১০ দিনের কম সময়ের মধ্যে তারা উত্তর পেয়ে যাবেন।

তিনি বলেন, সব উত্তর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তবে ব্যক্তিগত ও গোপন তথ্য প্রকাশ করা হবে না।

সূত্র: তেহরান টাইমস।