মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে স্বয়ংসম্পূর্ণ ইরান

পোস্ট হয়েছে: মে ৭, ২০১৯ 

news-image
এমজিটি-ফোরটি গ্যাস টারবাইনের সকল উপাদানের নকশা ও উৎপাদন সক্ষমতা অর্জন করেছে ইরানের জ্বালানি অবকাঠামো কোম্পানি মাাপনা গ্রুপ। ফলে এখন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে স্বয়ংসম্পূর্ণতা উপভোগ করছে দেশটি।  ইরানি বার্তা সংস্থা আইআরএনএ এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
 
রোববার ম্যাপনা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আব্বাস আলিয়াবাদি এই তথ্য জানান। তিনি বলেন, এই টারবাইনটি উৎপাদনের মধ্য দিয়ে আমরা এখন পাওয়ার প্ল্যান্ট খাতে স্বয়ংসম্পূর্ণ। প্রকল্পটি শেষ করতে তার কোম্পানির সাত বছর সময় লেগেছে বলে জানান এই কর্মকর্তা।
 
আলিয়াবাদি জানান, তার গ্রুপ এখন সব ধরনের ও পরিসরের পাওয়ার প্ল্যান্ট টারবাইন উৎপাদন করতে পারে। 
 
টারবাইনের প্রধান প্রধান উপাদান হলো রোটোরস, শেল, টারবাইন ব্লেড ও কম্প্রেসার। এসব কিছুর নকশা, উদ্ভাবন, উৎপাদন ও সরবরাহ সহ যাবতীয় সক্ষমতা অর্জন করেছে ম্যাপনা গ্রুপ। পাশাপাশি জেনারেটর ও নিয়ন্ত্রণ ব্যবস্থাও রয়েছে প্রতিষ্ঠানটির। এদিকে, দেশীয়ভোবে উৎপাদিত এই নতুন পণ্য কোম্পানিটির ৪০ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয়ে সহায়তা করছে। ইরানের তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল শিল্পের বিদ্যুৎ চাহিদা মেটাতে টারবাইনটি নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সূত্র: ইরান ডেইলি।