বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

‘বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ খাতে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে ইরান’

পোস্ট হয়েছে: জুন ১৭, ২০১৫ 

news-image

 ইরান, বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ খাতে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। একই সঙ্গে এ প্রযুক্তিকে পুরো দেশীয়করণ করতে পেরেছে ইরান। ইরানের গবেষণা ও মানব সম্পদ বিষয়ক উপ জ্বালানিমন্ত্রী আলী আকবর মোহাজেরি এ ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, কেবলমাত্র দেশের ভেতর নয় বরং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পুরো সক্ষমতা আছে ইরানের। বিদ্যুৎ-শিল্প সংক্রান্ত প্রযুক্তি ইরান অর্জন করেছে ঘোষণা দিয়ে তিনি বলেন, আঞ্চলিক দেশগুলোতে এ প্রযুক্তি সরবরাহে প্রস্তুত রয়েছে তেহরান।rth-2

জ্বালানি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত দু’টো গবেষণা সংস্থা ২৬টি গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা করছে বলেও জানান তিনি। তিনি বলেন, বিদ্যুৎ খাতে বিরাজমান সমস্যা নিরসনে এ সব গবেষণা চলছে ।

এদিকে, এর আগে ইরান বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ কোম্পানি বা টিএভিএএনআইআর ঘোষণা করেছে ইরানের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৭৩ হাজার মেগাওয়াট অতিক্রম করেছে। এতে মধ্যপ্রাচ্যে বিদ্যুৎ রফতানির কেন্দ্র হয়ে উঠেছে ইরান।

এ ছাড়া, ছয়শ’ কোটি ইউরো ব্যয়ে নতুন কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজও শুরু করেছে ইরান। এ সব কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ১০ হাজার মেগাওয়াট হবে। অন্যদিকে ইরান আগামী ২০ বছরে ২০ হাজার মেগাওয়াট পরমাণু বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনাও করেছে।

দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বুশেহরের ইরানের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়েছে। এ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ ২০১১ সালে সেপ্টেম্বরে ইরানের জাতীয় গ্রিডে যুক্ত হয়।

রেডিও তেহরান, ১২ জুন, ২০১৫