মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিদেশি শিক্ষার্থী আকৃষ্ট করতে ইরানে আন্তর্জাতিক উদ্ভাবন কেন্দ্র চালু

পোস্ট হয়েছে: জুলাই ১২, ২০২১ 

news-image

দেশীয় বিজ্ঞানভিত্তিক কোম্পানি ও স্টার্ট-আপগুলোতে অংশগ্রহণ করতে বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে তেহরানে চালু হলো ইরানের প্রথম আন্তর্জাতিক উদ্ভাবন কেন্দ্র। খবর ইরনার।

রোববার ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্সির সহযোগিতায় আহলে বাইত ইউনিভার্সিটি ‘ইয়াস’ নামের কেন্দ্রটি উদ্বোধন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সুরেনা সাত্তারি বলেন, উদ্ভাবন কেন্দ্রটি ইরানি প্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক পণ্য রপ্তানির একটি ঘাঁটি হতে পারে। দেশের সক্ষমতা বিশ্বের কাছে তুলে ধরতে এই কেন্দ্রে বিদেশি শিক্ষার্থীরা অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন। সূত্র: তেহরান টাইমস।