শনিবার, ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিদেশি শিক্ষার্থীদের পেছনে বছরে ইরানের ব্যয় ৩৩৫ মিলিয়ন ডলার

পোস্ট হয়েছে: আগস্ট ২০, ২০২৩ 

news-image
ইরানে বিদেশী শিক্ষার্থীদের শিক্ষার পেছনে বছরে প্রায় ৩৩৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হয়। ইরানের আন্তর্জাতিক শিক্ষা এবং বিদেশে স্কুল বিষয়ক শিক্ষা উপমন্ত্রী মেহেদি ফাইয়াজি একথা বলেছেন। অর্থাৎ শিক্ষার্থী প্রতি ৫২৭ মার্কিন ডলার ব্যয় করা হয় বলে তিনি জানান।
তিনি জোর দিয়ে বলেন, ইরানি শিক্ষার্থী এবং দেশটিতে অবস্থানরত বিদেশি নাগরিকদের মধ্যে কোন বৈষম্য নেই।
দেশব্যাপী প্রায় ২২ হাজার শ্রেণিকক্ষ বিদেশি নাগরিকদের শিক্ষার জন্য বরাদ্দ করা হয়েছে। বার্তা সংস্থা ইরনা ফাইয়াজিকে উদ্ধৃত করে এই তথ্য দিয়েছে।
আন্তর্জাতিক সংস্থাগুলি এ পর্যন্ত দেশে ৮৮টি স্কুল তৈরি করেছে এবং আরও ২৩টি স্কুল নির্মাণাধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা। সূত্র: তেহরান টাইমস।