বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিদেশি লঞ্চার দিয়ে যে ২ স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইরান

পোস্ট হয়েছে: অক্টোবর ১৫, ২০২৪ 

news-image

ইরানের মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারি বলেছেন, বছরের শেষ নাগাদ “তোলু-৩” এবং “জাফর-২” স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে৷ বিদেশি লঞ্চারের মাধ্যমে স্যাটেলাইটদ্বয় উৎক্ষেপণ করা হবে বলে জানান তিনি।

এর আগে সেপ্টেম্বরে ইরানের মহাকাশ সংস্থার প্রধান ঘোষণা দিয়েছিলেন, চলতি ইরানি বছর  ১৪০৩ সালের শেষ নাগাদ কমপক্ষে ৫টি উপগ্রহ মহাকাশে পাঠানো হবে।

সোমবার মেহর নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাত্কারে সালারি বলেছেন, বছরের শেষ নাগাদ ৫-৭টি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে।

তিনি যোগ করেন, ইরানি মহাকাশ সংস্থা ১৪০৩ সালে ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এরোস্পেস ফোর্সের সহযোগিতায় সাব-অরবিটাল উৎক্ষেপণের পরিকল্পনা করছে।

সালারি বলেন, এই বছর বিদেশি লঞ্চারের মাধ্যমে ‘তোলু- ৩’ ও ‘জাফর-২’ নামের দুইটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। দেশীয়ভাবে তৈরি কাউসার স্যাটেলাইটটিও এই বছর উৎক্ষেপণ করা হবে বলে জানান তিনি।

সূত্র- মেহর নিউজ