বিজ্ঞান ও প্রযুক্তি পার্ক চালু করল ইরানের শরীফ বিশ্ববিদ্যালয়
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৭, ২০১৭
ইরানের শরীফ বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি পার্ক চালু করেছে। তাদের এ পার্কে চারটি উদ্ভাবনী প্রতিষ্ঠান যোগ দিয়েছে। প্রশিক্ষণ ও তহবিল যোগান দেবে এ চারটি প্রতিষ্ঠান।
চলতি ফার্সি বছরের ( মার্চ ২০১৮) শেষ নাগাদ শরীফ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি পার্কের সঙ্গে আরো ৩৫টি জ্ঞান নির্ভর প্রতিষ্ঠান যৌথভাবে কাজ শুরু করবে বলে আশা করা হচ্ছে।
শুরুতেই পার্কে যোগ দেওয়া চারটি প্রতিষ্ঠান হচ্ছে পারসা পলিমার, শরীফ আদ্রিয়ান মেটাল, শরীফ সোলার টেকনোলজি ডেভলপমেন্ট ও রিসার্চ অ্যান্ড টেকনোলজি ডেভলপমেন্ট ফান্ড। টেক পার্কের ছাত্রদের বিভিন্ন দল, সহায়তা প্রতিষ্ঠানের সঙ্গে সাধারণ ও বিশেষ পরামর্শ ও প্রয়োজন প্রশিক্ষণ ও তহবিল যোগানের মত কাজ করে যাবে এ চারটি প্রতিষ্ঠান।- ফিনান্সিয়াল ট্রিবিউন।